শৈলজারঞ্জন সাংস্কৃতিক একাডেমির সূত্রপাত
প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বর্তমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান- এর বিশেষ উদ্যোগে শৈলজারঞ্জন সাংস্কৃতিক একাডেমি করা হচ্ছে। প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতজ্ঞ শৈলজারঞ্জন মজুমদারের জন্মভিটা এই বাহাম গ্রামে ২ দশমিক ৩২ একর অধিগ্রহণকৃত জমিতে ওই সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পে ৩ তলা বিশিষ্ট একাডেমি ভবন, এম্ফিথিয়েটার, কনফারেন্স হল রুম, গ্রন্থাগার, জাদুঘর, সীমানা দেয়াল, একাডেমি চত্বর ও পুকুর সংম্বলিত অত্যাধুনিক সাংস্কৃতিক কেন্দ্রে থাকবে আধুনিক সুবিধার কিয়স্ক।